জীবনে যখন দুর্বিপাক থাকে তখন কি করবেন?

জীবনে যখন দুর্বিপাক থাকে তখন নিজের সম্পর্কের যত্ন করা অত্যাবশ্যক। নয়তো সেই দুর্বিপাক এমন ঝড় তেরী করে জীবনে যেন নিজের সাথে জুড়ে থাকা সম্পর্ক ভেসে যায় এবং মানুষটি নিজেও ভেসে যায়। জীবন ভাবার অবকাশ দেয়। দুর্বিপাক ঠেকানোর শক্তি দেয়।

এমন দুর্বিপাক নিজের চারপাশের সম্পর্কগুলোকে নতুন করে চিনতে, বুঝতে শেখায়। জীবন এমন সুযোগ যখন দেয় তখন আরোও গভীর যত্নে মজবুত করে নিজের চারপাশের সম্পর্ককে সাজানো প্রয়োজন। এই সম্পর্ক যেন মানুষরূপী বৃক্ষের মজবুত শেঁকড়ের মতো।

বৃক্ষের সাথে শেঁকড়ের সম্পর্ক মজবুত হলে কোন দুর্বিপাক বা ঝড়ের সাধ্য নেই বৃক্ষকে মাটি থেকে উপড়ে ফেলে। আমাদের সবার পরিবার সেই মজবুত শেঁকড়।

ঝড়, দুর্বিপাক তো জীবনে থাকবেই। তবে জীবনের সব মুহুর্তে পরিবারের যত্ন প্রয়োজন সর্বাগ্রে। নয়তো হয়তো সফলতা থাকবে তবে সেই সফলতা উপভোগ করার জন্য পরিবার থাকবে না।

কিছু বইপ্রেমী আছে, যারা একটূ অন্য রকম হয়। এদের বন্ধুর সংখ্যা খুব কম। পরিচিত মানুষের সংখ্যা খুব কম। এরা নতুন কোন মানুষের সাথে পরিচিত হতে পছন্দ করে না। বাড়ি ভরতি মেহমান পছন্দ করে না। বিয়ে বাড়িতে যেতে পছন্দ করে না। এদের মানুষের প্রতি আগ্রহ খুব কম থাকে। এদের হুট করে কাউকে ভালো লেগে যায় না। পাশের বাড়ির মানুষ টাকেও তারা চেনে না। এরা কারও সঙ্গে দেখা করতে পছন্দ করে না। বাড়িতে কেউ আসলে কখনো এদের সামনে পাওয়া যায় না কিন্তু তাই বলে কোনমতেই এই মানুষগুলো আনসোশাল নয়। এদের নিজস্ব একটা পৃথিবী আছে, একটা কমফোর্ট জোন আছে। যেটা থেকে তারা কখনো বের হতে চায় না। এই মানুষ গুলো সব রকম ঝামেলা থেকে অনেক দূরে, এরা অসাধারণ।

Post a Comment

0 Comments