অতিরিক্ত সরলতা আর মিশুক স্বভাব কখনো কখনো, মানুষকে মানুষের কাছে ছোট করে তোলে! সরল আর মিশুক স্বভাবের মানুষকে সচরাচর সম্মান করে না কেউ। বরংচ তাদের অপমান–অপদস্ত আর ব্যবহারই বেশি করা হয়! ব্যবহৃত ভালো মানুষদের জন্য এ এক চরম বিড়ম্বনা আর মানসিক যন্ত্রণা। না বুঝার ভান করেও বৈচিত্র্যময় ধান্ধায় ব্যবহারকারী মানুষ থেকে ভালো মানুষটা রেহায় পায়না। অফিসের ধান্ধাযুক্ত বস হলে, এ অত্যাচার আরো বহুধারায় বৈচিত্র্যময় রং ছড়ায়।
আপনি যখন মিশুক মনোভাব নিয়ে কারো সাথে মিশতে যাবেন, তখন মানুষ আপনাকে একদম সস্তা আর সহজলভ্য মনে করবে। আপনার ভেতরে যে সরলতা আপনি আজীবন লালন করে এসেছেন, এই সরলতাকে ব্যবহার করেই আপনাকে আঘাত দিবে! এমনকি আপনার কাছের মানুষগুলোও এ সুযোগ হাতছাড়া করবে না।
নিজের ইগোকে তুচ্ছ করে যারা মানুষকে ভালোবাসতে জানে, সম্মান দিতে জানে, মানুষকে আপন করে নেয়, পৃথিবীতে তারা মানুষের কাছ থেকে কষ্ট আর যন্ত্রণা ছাড়া কিচ্ছু পায় না! অতিরিক্ত সরলতা আর মিশুক মনোভাব নিয়ে মানুষের ভালোবাসা পাওয়া যায় না আজকাল। যা পাওয়া যায়, তা হচ্ছে; অপমান, অবহেলা–অবজ্ঞা আর একটি হতাশাগ্রস্ত জীবন!
0 Comments